Sunday, 28 July 2024

Abu Rayhan AR Babu

গরম

আবু রায়হান এ আর বাবু

গরমের দিনে সূর্য ওঠে রাঙা,
চারদিকে শুধু রোদের রাঙা ফোঁটা ফোঁটা।
হাওয়ার বুকে নেই একটুকু শীতলতা,
গরমের তাপে ক্লান্ত হয়ে পড়ছে সব সৃষ্টির যত্নটা।
পাখিরাও যেন খুঁজে পায় না ছায়া,
পাতার ফাঁকে ফাঁকে খুঁজে নিচ্ছে একটু শান্তি-ছায়া।
গাছের পাতাও মেলে দেয় তার ডাল,
গরমের তীব্রতায় যেন সবকিছু হারায় কাল।
তবু সন্ধ্যায় আসে একটু শীতল বাতাস,
গরমের ক্লান্তি ভোলাতে দেয় একটুখানি উপহার।
এই গরমের দিনেও থাকে জীবনের রঙ,
প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে হাজারো অনুরাগ।

Friday, 26 July 2024

Abu Rayhan AR Babu

আমার দুপুর

আবু রায়হান এ আর বাবু

সূর্যের তাপে দুপুর বেলা,
সবাই যেন অলস মেলা।
গাছের ছায়ায় মিষ্টি শীতল,
আঁচলে ঢাকা নরম পিঠল।
পাখির কিচির মিচির গান,
মাঝে মাঝে হাওয়া খেলে প্রান।
নদীর পাড়ে ঢেউয়ের খেলা,
শান্তির ছোঁয়া মেলে বেলা।
ফুলের গন্ধ, মাটির ছোঁয়া,
মনে পড়ে শৈশবের গাঁ।
বইয়ের পাতায় ভ্রমণ করি,
দুপুর বেলা স্বপ্নে ভরি।
কাজের ফাঁকে একটু বিশ্রাম,
দুপুর বেলা সুখের ধাম।
মন খুলে দেখি প্রকৃতির রূপ,
দুপুর বেলা স্বপ্নের ভূপ।


Thursday, 25 July 2024

Abu Rayhan AR Babu

যোগাযোগের জাল

---আবু রায়হান এ আর বাবু


তুমি আমি মিলে বুনেছি,
যোগাযোগের এক বিশাল জাল,
তারের বুননে সাজানো,
হাজারো মন, হাজারো কাল।
বর্ণের বিন্যাসে,
শব্দের সমারোহে,
ভাষার স্রোতে বয়ে যায়,
এক পৃথিবী, এক প্রান্তরে।
ইমেইল, মেসেজ, ফোনের পর্দা,
সবকিছুতেই মিল খুঁজে পাই,
তোমার কাছে পৌঁছাতে,
মনের গভীরে ডুবে যাই।
দূরত্ব যতই হোক না কেন,
প্রযুক্তির এ যাদুতে, ক্ষণে ক্ষণে কাছে টানে,
আনে তোমায় হৃদয়ের আঙিনাতে।
কখনো হয়তো দেখা হবে,
কখনো নয়ত কথা,
যোগাযোগের এ জগতে,
সবকিছুই মনে রাখে, সব কথা।
তুমি আমি মিলে বুনেছি,
যোগাযোগের এক বিশাল জাল,
এখন তো আর দূরত্ব নেই,
সবাই মিলে একটাই কাল।


Abu Rayhan AR Babu

আমার প্রেম

--আবু রায়হান এ আর বাবু

আমার হৃদয়ের অমল আলোকে তুমি,
তোমার হাসির ছোঁয়ায় জীবন সুখের কাব্য।
তোমার চোখের নীলে হারিয়ে যায় সব দুঃখ,
তোমার স্পর্শে মেলে জীবনের প্রতিটি ধ্যানে সুখ।
তোমার স্নিগ্ধ বাণী মোর জীবনের সুর,
তোমার ভালবাসায় ধন্য এই অন্তর।
তুমি ছাড়া এ জীবনের কোনো মানে নেই,
তোমার প্রেমেই পেয়েছি জীবনের পূর্ণতা।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত,
মনে থাকে চিরকাল, সোনার ফ্রেমে বাঁধা।
তোমার জন্য আমার এই হৃদয় উন্মুক্ত,
তোমার প্রেমে জীবন পূর্ণ, মধুরে মুগ্ধ।
প্রেমের স্বর্গে তুমি আর আমি,
একসাথে থাকি চিরকাল, এই কামনায় ভরি।
তোমার সঙ্গেই কাটুক আমার বাকি জীবন,
প্রেমের এই কাব্য গড়ুক নতুন বেদনামুক্ত দিন।


Thursday, 18 July 2024

Abu Rayhan AR Babu

আমার দেশ

---আবু রায়হান এ আর বাবু


নিশীথে যখন সবাই ঘুমায়,
আমার বাংলাদেশ জেগে থাকে,
শান্ত নদীর কুলকুল ধ্বনি,
বাতাসে সুর তোলে মৃদু মৃদু।
সবুজ শ্যামল অরণ্য গাঁথা,
পাখিরা গান গায় প্রতি প্রভাতে,
ধানের ক্ষেতে সোনালী ফসল,
মাটির গন্ধে প্রাণ ভরে উঠে।
এই মাটি, এই জল, এই আকাশ,
আমার স্বপ্নের বাংলাদেশ,
সৌরভে ভরা প্রতিটি ফুল,
প্রেমের বাঁধনে বেঁধেছে হৃদয়।
মুক্তিযুদ্ধের স্মৃতি, শহীদের রক্ত,
স্বাধীনতার গর্ব বয়ে চলে,
স্বপ্ন, সাহস আর সংগ্রামের দেশে,
আমার বাংলাদেশ জেগে থাকে।
এখনও প্রতিদিন নতুন আশা,
নতুন স্বপ্ন বুনে সকলের মন,
এই দেশ, এই মানুষ, এই ভালোবাসা,

আমার হৃদয়ের চিরন্তন ধন।

Wednesday, 17 July 2024

Abu Rayhan AR Babu

নিজের কথা

---আবু রায়হান এ আর বাবু

আমার নিঃসঙ্গতার পথে হেঁটে চলি আমি, শূন্যতার ছায়া গায়ে মেখে; যেনো এক বৃষ্টির অপেক্ষায় থাকা মেঘ, কিন্তু চোখে নেই কোনো স্বপ্নের রেখা। মন আজ ক্লান্ত, ক্লান্তির ভারে নুয়ে পড়ে, স্মৃতিরা ঝরে যেন শুকনো পাতার মতো; বাহিরের হাসি ঢেকে রাখে ভেতরের যন্ত্রণা, অভিনয় করে চলি আমি, সুখের পথ। অসহায় আমি, একা এই পৃথিবীর মাঝে, কেউ যেন বুঝতে চায় না আমার কথা; চোখের জল বলে যায় আমার দুঃখের গল্প, যা শুনে শুধু আঁধার বুকে জমে। কিন্তু তবুও হাঁটি আমি, একা এই পথে, আশা করি, একদিন মুক্তি পাবো এই যন্ত্রণার জাল থেকে; হয়তো কেউ একদিন বুঝবে আমার মনের কথা, আর আমি পাবো সান্ত্বনা, নিরাময় আমার এই ব্যথা।

Abu Rayhan AR Babu

বন্যা ---আবু রায়হান এ আর বাবু নদীর জলে ভাসে দেশ, আকাশ কান্নায় ঝরছে বৃষ্টি, সবুজ মাঠে নেই আর ফসলের হাসি, তবুও দাঁড়িয়ে আছে গ্রামের...