নিজের কথা
---আবু রায়হান এ আর বাবু
আমার নিঃসঙ্গতার পথে হেঁটে চলি আমি, শূন্যতার ছায়া গায়ে মেখে; যেনো এক বৃষ্টির অপেক্ষায় থাকা মেঘ, কিন্তু চোখে নেই কোনো স্বপ্নের রেখা। মন আজ ক্লান্ত, ক্লান্তির ভারে নুয়ে পড়ে, স্মৃতিরা ঝরে যেন শুকনো পাতার মতো; বাহিরের হাসি ঢেকে রাখে ভেতরের যন্ত্রণা, অভিনয় করে চলি আমি, সুখের পথ। অসহায় আমি, একা এই পৃথিবীর মাঝে, কেউ যেন বুঝতে চায় না আমার কথা; চোখের জল বলে যায় আমার দুঃখের গল্প, যা শুনে শুধু আঁধার বুকে জমে। কিন্তু তবুও হাঁটি আমি, একা এই পথে, আশা করি, একদিন মুক্তি পাবো এই যন্ত্রণার জাল থেকে; হয়তো কেউ একদিন বুঝবে আমার মনের কথা, আর আমি পাবো সান্ত্বনা, নিরাময় আমার এই ব্যথা।
No comments:
Post a Comment