Thursday, 25 July 2024

Abu Rayhan AR Babu

যোগাযোগের জাল

---আবু রায়হান এ আর বাবু


তুমি আমি মিলে বুনেছি,
যোগাযোগের এক বিশাল জাল,
তারের বুননে সাজানো,
হাজারো মন, হাজারো কাল।
বর্ণের বিন্যাসে,
শব্দের সমারোহে,
ভাষার স্রোতে বয়ে যায়,
এক পৃথিবী, এক প্রান্তরে।
ইমেইল, মেসেজ, ফোনের পর্দা,
সবকিছুতেই মিল খুঁজে পাই,
তোমার কাছে পৌঁছাতে,
মনের গভীরে ডুবে যাই।
দূরত্ব যতই হোক না কেন,
প্রযুক্তির এ যাদুতে, ক্ষণে ক্ষণে কাছে টানে,
আনে তোমায় হৃদয়ের আঙিনাতে।
কখনো হয়তো দেখা হবে,
কখনো নয়ত কথা,
যোগাযোগের এ জগতে,
সবকিছুই মনে রাখে, সব কথা।
তুমি আমি মিলে বুনেছি,
যোগাযোগের এক বিশাল জাল,
এখন তো আর দূরত্ব নেই,
সবাই মিলে একটাই কাল।


No comments:

Post a Comment

Abu Rayhan AR Babu

বন্যা ---আবু রায়হান এ আর বাবু নদীর জলে ভাসে দেশ, আকাশ কান্নায় ঝরছে বৃষ্টি, সবুজ মাঠে নেই আর ফসলের হাসি, তবুও দাঁড়িয়ে আছে গ্রামের...