আমার দেশ
---আবু রায়হান এ আর বাবু
নিশীথে যখন সবাই ঘুমায়,
আমার বাংলাদেশ জেগে থাকে,
শান্ত নদীর কুলকুল ধ্বনি,
বাতাসে সুর তোলে মৃদু মৃদু।
সবুজ শ্যামল অরণ্য গাঁথা,
পাখিরা গান গায় প্রতি প্রভাতে,
ধানের ক্ষেতে সোনালী ফসল,
মাটির গন্ধে প্রাণ ভরে উঠে।
এই মাটি, এই জল, এই আকাশ,
আমার স্বপ্নের বাংলাদেশ,
সৌরভে ভরা প্রতিটি ফুল,
প্রেমের বাঁধনে বেঁধেছে হৃদয়।
মুক্তিযুদ্ধের স্মৃতি, শহীদের রক্ত,
স্বাধীনতার গর্ব বয়ে চলে,
স্বপ্ন, সাহস আর সংগ্রামের দেশে,
আমার বাংলাদেশ জেগে থাকে।
এখনও প্রতিদিন নতুন আশা,
নতুন স্বপ্ন বুনে সকলের মন,
এই দেশ, এই মানুষ, এই ভালোবাসা,
No comments:
Post a Comment