আমার প্রেম
--আবু রায়হান এ আর বাবু
আমার হৃদয়ের অমল আলোকে তুমি,
তোমার হাসির ছোঁয়ায় জীবন সুখের কাব্য।
তোমার চোখের নীলে হারিয়ে যায় সব দুঃখ,
তোমার স্পর্শে মেলে জীবনের প্রতিটি ধ্যানে সুখ।
তোমার স্নিগ্ধ বাণী মোর জীবনের সুর,
তোমার ভালবাসায় ধন্য এই অন্তর।
তুমি ছাড়া এ জীবনের কোনো মানে নেই,
তোমার প্রেমেই পেয়েছি জীবনের পূর্ণতা।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত,
মনে থাকে চিরকাল, সোনার ফ্রেমে বাঁধা।
তোমার জন্য আমার এই হৃদয় উন্মুক্ত,
তোমার প্রেমে জীবন পূর্ণ, মধুরে মুগ্ধ।
প্রেমের স্বর্গে তুমি আর আমি,
একসাথে থাকি চিরকাল, এই কামনায় ভরি।
তোমার সঙ্গেই কাটুক আমার বাকি জীবন,
প্রেমের এই কাব্য গড়ুক নতুন বেদনামুক্ত দিন।
No comments:
Post a Comment