আমার দুপুর
আবু রায়হান এ আর বাবু
সূর্যের তাপে দুপুর বেলা,
সবাই যেন অলস মেলা।
গাছের ছায়ায় মিষ্টি শীতল,
আঁচলে ঢাকা নরম পিঠল।
পাখির কিচির মিচির গান,
মাঝে মাঝে হাওয়া খেলে প্রান।
নদীর পাড়ে ঢেউয়ের খেলা,
শান্তির ছোঁয়া মেলে বেলা।
ফুলের গন্ধ, মাটির ছোঁয়া,
মনে পড়ে শৈশবের গাঁ।
বইয়ের পাতায় ভ্রমণ করি,
দুপুর বেলা স্বপ্নে ভরি।
কাজের ফাঁকে একটু বিশ্রাম,
দুপুর বেলা সুখের ধাম।
মন খুলে দেখি প্রকৃতির রূপ,
দুপুর বেলা স্বপ্নের ভূপ।
No comments:
Post a Comment