Tuesday, 27 August 2024

Abu Rayhan AR Babu

বন্যা

---আবু রায়হান এ আর বাবু

নদীর জলে ভাসে দেশ,
আকাশ কান্নায় ঝরছে বৃষ্টি,
সবুজ মাঠে নেই আর ফসলের হাসি,
তবুও দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ,
আশায় বুক বেঁধে, হার মানে না কষ্ট।
পাহাড়ের বুক চিরে আসে ধ্বংসের স্রোত,
তবু বাঁচার লড়াই থামে না কখনও,
জলের সাথে মিশে যায় ঘরবাড়ি,
তবুও আশার আলো জ্বলে, বাংলার মাটি জানে সহ্য আর সংগ্রা
মায়ের কোলে ভিজে যায় সন্তান,
তবুও সে চায়, খুঁজে পেতে আশ্রয়,
বন্যার জলে ভেসে যায় আশা,
তবুও বাংলার মাটি রচনা করে নতুন ইতিহাস,
জীবনের জয়গান গেয়ে ওঠে, বাঁচার তাগিদে।
নদীর বুক ফেটে গেলে,
আসবে আবার নতুন ভোর,
বন্যার গহীন থেকে উঠে আসবে আশা,
সোনার বাংলার মাটিতে,
লেখা হবে আবার নতুন গল্প, বাঁচার গান।

Thursday, 8 August 2024

Abu Rayhan AR Babu

একাকিত্ব

---আবু রায়হান এ আর বাবু

একলা বসে ভাবি আমি,
কেন এমন নিঃসঙ্গতা,
চারিদিকে শব্দ, মানুষ,
তবু কোথায় যেন ফাঁকা।
নিরব রাতের আলো,
নির্জনতার মাঝে,
মনে হয় যেন হারিয়ে যাই,
কোনো গভীর অন্ধকারে।
কোথায় যে সুখ,
কোথায় যে প্রহর,
সবই যেন মিছে লাগে,
শুধু একাকিত্বের শিহরণ।
তবে কি আমি একাই,
এ পৃথিবীর মাঝে,
নাকি সবার মতোই,
এই নিঃসঙ্গতার রঙ্গে?
তবু জানি, এও এক অনুভব,
মনকে বোঝায়, দেয় শান্তি,
যতই হোক নিঃসঙ্গ,

এ অনুভূতি তবু মধুর।

Monday, 5 August 2024

Abu Rayhan AR Babu

ছাএ আন্দোলন

---আবু রায়হান এ আর বাবু

ছাত্র আন্দোলনের সূর্যোদয়,
নবীন স্বপ্নের রশ্মি,
বুকের ভেতর একে একে জ্বলে ওঠে,
অবিচার আর অন্যায়ের তিমির নিঃশেষ।
আলোড়ন তোলে রক্তের তুফান,
নীরবতা ভেঙে, সংগ্রাম শুরু হয়,
ভুলের প্রতিরোধ, অধিকার আদায়,
ছাত্রদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়।
একটি জাতির আশা, একটি দেশের ভবিষ্যৎ,
তাদের অঙ্গুলি হেলনে বদলায়,
শাসকদের কাঁপিয়ে তোলে,
ছাত্র আন্দোলনের বজ্রধ্বনি শোনা যায়।
তুমি তো তারুণ্যের শক্তি,
সংকল্পের প্রতীক,
তোমার পদক্ষেপে ইতিহাস লেখা হবে,
ছাত্র আন্দোলন চলবে পথ ধরে,
একদিন এই মাটিতে সূর্য উঠবে,
স্বাধীনতার আকাশে নতুন আলো ঝলমলাবে।

Friday, 2 August 2024

Abu Rayhan AR Babu আমার বিদায়

আমার বিদায়

আবু রায়হান এ আর বাবু

তোমার বিদায় জানার সময় হলো যে আজ,
মনে যেন ঝড় উঠেছে, ভাঙতে চায় সব বাঁধ।
তোমার স্মৃতিরা এখনও আছে আমার মনেতে,
বিরহের এই মায়ায় দিন কাটছে বেদনায়।
হাত ছাড়াতে চাইনা, কিন্তু পথে চলতে হবে,
বিদায়ের এই বেদনায় হৃদয়টা দুলছে কাঁদে।
তুমি ছিলে যে পাশে, ছিলে নীরব সহচর,
এখন শুধু স্মৃতি, রইলো তোমার নীরব তির।
চলতে হবে একা, পথে বাঁধা যতই আসুক,
তোমার সেই স্মৃতি, রাখবো হৃদয়ে বাঁধা।
বিদায় বলছি আজ, চোখের জলে তোমাকে,
তোমার জন্য শুভকামনা, এই মন থেকে দিচ্ছি।
সময় তো থামেনা, তাই চলতে হবে এগিয়ে,
বিদায়ের এই বেদনা, সহ্য করতে হবে নিরবে।
তোমার স্মৃতিরা রবে, থাকবে হৃদয়ে গাঁথা,

তোমার প্রতি এই ভালোবাসা, থেকে যাবে সদা।

Abu Rayhan AR Babu

বন্যা ---আবু রায়হান এ আর বাবু নদীর জলে ভাসে দেশ, আকাশ কান্নায় ঝরছে বৃষ্টি, সবুজ মাঠে নেই আর ফসলের হাসি, তবুও দাঁড়িয়ে আছে গ্রামের...