আমার বিদায়
আবু রায়হান এ আর বাবু
তোমার বিদায় জানার সময় হলো যে আজ,
মনে যেন ঝড় উঠেছে, ভাঙতে চায় সব বাঁধ।
তোমার স্মৃতিরা এখনও আছে আমার মনেতে,
বিরহের এই মায়ায় দিন কাটছে বেদনায়।
হাত ছাড়াতে চাইনা, কিন্তু পথে চলতে হবে,
বিদায়ের এই বেদনায় হৃদয়টা দুলছে কাঁদে।
তুমি ছিলে যে পাশে, ছিলে নীরব সহচর,
এখন শুধু স্মৃতি, রইলো তোমার নীরব তির।
চলতে হবে একা, পথে বাঁধা যতই আসুক,
তোমার সেই স্মৃতি, রাখবো হৃদয়ে বাঁধা।
বিদায় বলছি আজ, চোখের জলে তোমাকে,
তোমার জন্য শুভকামনা, এই মন থেকে দিচ্ছি।
সময় তো থামেনা, তাই চলতে হবে এগিয়ে,
বিদায়ের এই বেদনা, সহ্য করতে হবে নিরবে।
তোমার স্মৃতিরা রবে, থাকবে হৃদয়ে গাঁথা,
No comments:
Post a Comment