Monday, 5 August 2024

Abu Rayhan AR Babu

ছাএ আন্দোলন

---আবু রায়হান এ আর বাবু

ছাত্র আন্দোলনের সূর্যোদয়,
নবীন স্বপ্নের রশ্মি,
বুকের ভেতর একে একে জ্বলে ওঠে,
অবিচার আর অন্যায়ের তিমির নিঃশেষ।
আলোড়ন তোলে রক্তের তুফান,
নীরবতা ভেঙে, সংগ্রাম শুরু হয়,
ভুলের প্রতিরোধ, অধিকার আদায়,
ছাত্রদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়।
একটি জাতির আশা, একটি দেশের ভবিষ্যৎ,
তাদের অঙ্গুলি হেলনে বদলায়,
শাসকদের কাঁপিয়ে তোলে,
ছাত্র আন্দোলনের বজ্রধ্বনি শোনা যায়।
তুমি তো তারুণ্যের শক্তি,
সংকল্পের প্রতীক,
তোমার পদক্ষেপে ইতিহাস লেখা হবে,
ছাত্র আন্দোলন চলবে পথ ধরে,
একদিন এই মাটিতে সূর্য উঠবে,
স্বাধীনতার আকাশে নতুন আলো ঝলমলাবে।

No comments:

Post a Comment

Abu Rayhan AR Babu

বন্যা ---আবু রায়হান এ আর বাবু নদীর জলে ভাসে দেশ, আকাশ কান্নায় ঝরছে বৃষ্টি, সবুজ মাঠে নেই আর ফসলের হাসি, তবুও দাঁড়িয়ে আছে গ্রামের...