নদীর জলে ভাসে দেশ,
আকাশ কান্নায় ঝরছে বৃষ্টি,
সবুজ মাঠে নেই আর ফসলের হাসি,
তবুও দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ,
আশায় বুক বেঁধে, হার মানে না কষ্ট।
পাহাড়ের বুক চিরে আসে ধ্বংসের স্রোত,
তবু বাঁচার লড়াই থামে না কখনও,
জলের সাথে মিশে যায় ঘরবাড়ি,
তবুও আশার আলো জ্বলে,
বাংলার মাটি জানে সহ্য আর সংগ্রা
মায়ের কোলে ভিজে যায় সন্তান,
তবুও সে চায়, খুঁজে পেতে আশ্রয়,
বন্যার জলে ভেসে যায় আশা,
তবুও বাংলার মাটি রচনা করে নতুন ইতিহাস,
জীবনের জয়গান গেয়ে ওঠে, বাঁচার তাগিদে।
নদীর বুক ফেটে গেলে,
আসবে আবার নতুন ভোর,
বন্যার গহীন থেকে উঠে আসবে আশা,
সোনার বাংলার মাটিতে,
লেখা হবে আবার নতুন গল্প, বাঁচার গান।
No comments:
Post a Comment