Thursday, 8 August 2024

Abu Rayhan AR Babu

একাকিত্ব

---আবু রায়হান এ আর বাবু

একলা বসে ভাবি আমি,
কেন এমন নিঃসঙ্গতা,
চারিদিকে শব্দ, মানুষ,
তবু কোথায় যেন ফাঁকা।
নিরব রাতের আলো,
নির্জনতার মাঝে,
মনে হয় যেন হারিয়ে যাই,
কোনো গভীর অন্ধকারে।
কোথায় যে সুখ,
কোথায় যে প্রহর,
সবই যেন মিছে লাগে,
শুধু একাকিত্বের শিহরণ।
তবে কি আমি একাই,
এ পৃথিবীর মাঝে,
নাকি সবার মতোই,
এই নিঃসঙ্গতার রঙ্গে?
তবু জানি, এও এক অনুভব,
মনকে বোঝায়, দেয় শান্তি,
যতই হোক নিঃসঙ্গ,

এ অনুভূতি তবু মধুর।

No comments:

Post a Comment

Babu Analog Clock 12 1 2 3 4 5 6 7 8 9 10 1...