আবু রায়হান এ আর বাবু
ব্লগার | কিশোরগঞ্জ

আমার সম্পর্কে
আমি আবু রায়হান এ আর বাবু। বাড়ি কিশোরগঞ্জ জেলার বিন্নাটি কামালিয়ারচড় এলাকায়। আমি একজন ব্লগার এবং ভালোবাসি নিজের জীবন আর গল্পগুলো মানুষের সঙ্গে ভাগাভাগি করতে।
ভালোবাসার গল্প
আমি আর সাথীর প্রথম দেখা হয়েছিল চৌদ্দশত বাজারে। আমি গিয়েছিলাম আগেই, তাকে আসতে সময় লেগেছিল ৩০ মিনিট। সেই অপেক্ষা থেকেই শুরু হয় আমাদের ভালোবাসার গল্প। সেদিনের অনুভূতি এখনো হৃদয়ে গেঁথে আছে।
প্রিয় উক্তি
“ভালোবাসা মানেই অপেক্ষা, বিশ্বাস আর সাথীর জন্য একটা জীবন।”
No comments:
Post a Comment